ওগো শ্রাবণের বৃষ্টি,
তুমি ঝরো অবিরলভাবে
এইতো তোমার কৃষ্টি।
এনো না জলপ্লাবন,
শুধু শান্ত জলে দিও স্বস্তি
নিয়ে উষ্ণতারি ক্ষণ!
সড়কে সঞ্চিত জল,
বিপাকে পতিত পথচারী
সাথে কিছু তিক্ত ফল।
রিক্সা টেক্সি নিমজ্জিত,
সমর্পণে অন্ধত্ব বরণ
ঐ গহ্বরে বিসর্জিত!
সারা বেলা দুঃখ মনে,
জলধর বহিছে অম্বর
বারি ঝরে ক্ষণে ক্ষণে।
প্লাবনে প্লাবিত মাঠ,
শস্যক্ষেত তলিয়েছে আজ
জলাধারে পথঘাট।
সমতা পালন করে,
তবে ঝরো রিম ঝিম নাদে
অতিবৃষ্টি পরিহারে।
ওগো বিধি রক্ষা করো
ধরণীর এই কূল মান
শুধু বাহুডোরে ধরো।
তাং- ১৬/০৭/১৯ ইং