এ পারে আমার বাস ঐ পারে তোমার,
শূন্য চোখে দেখে দেখে ভাবনা অপার।
দূর্বা ঘাসে বসে আঁকি দূরের ওই ছবি,
ঘর-বাড়ি, গ্রাম-বাংলা
শুধু প্রতিচ্ছবি!
মাঝখানে বয়ে চলে অপরূপা নদী,
শান্ত মনে ভাসে এক তরী নিরবধি।
কেউ আসে জোড়া হয়ে কেউ আসে একা,
কে জানে কখন কার
পূর্ণ শশী ফাঁকা!
তাং- ১২/০৮/২০২০ ইং