ঐ দেখ সুন্দর
পৃথিবীর চন্দ্র-সূর্য
কে চাই মরতে তবে এমনই দৃশ্যে!
ঘুম থেকে যদি জেগে ওঠ-
ওহে ভাগ্যবান!
সুপ্রভাত! শুধু তোমারই...

আমরা অক্ষয় ভেবে ভেবে অন্ধ হই
অস্পষ্ট চেতনা দ্বারে দ্বারে ঘুরে মরে,
এ জগৎ আমারই,
ঘোরতর এক মহাব্যাধি!

অথচ অনিত্য দেহ,
চৈতন্য মননে কেউ ভাবে?
অতিক্ষুদ্র এ জীবন!
ভাগাভাগি, হানাহানি, পরিণতি ঘোচানোর দ্বন্দ্বে
জড়ানোর কোনো দরকার নেই?
নশ্বরতা অমরত্ব দেয় সাধুসঙ্গের প্রাচুর্যে!

রাজরানী চিরকাল থাকতে আসেনি,
সচেতনতার ঘর মজবুত হলে
আর কিছু লাগে?
অনায়াসে সুদর্শন চক্র লাভ হয়!

তাং- ১৮/০৬/২০২০ ইং