ফুলের বাগানে আজ কতো ফুল ফুটে,
সুগন্ধি ছড়িয়ে পড়ে চারদিক টুটে।
প্রজাপতি, মৌমাছিও মেতেছে আনন্দে,
কাননের ডালে ডালে দোলে সুধা ছন্দে।
রমরমা সাজসজ্জা শোভা খেলে যায়,
এ এক সুখের বেলা এ ক'দিন হায়!
নক্ষত্রের সীমা রেখা উপভোগে সুখ,
ঝরে গেলে পাই ব্যথা, দুঃখ- এক বুক!
এতকাল ছিল গাঁথা আকাশের তারা,
আজ শুধু ধুধু পথ শূন্য মরু ধারা।
কেন জানি লুপ্ত হলে অসময়ে আজ,
বেলা শেষে মনে বাজে এ এক আওয়াজ!
সুশোভিত সেনাদল যেমন দেখায়,
সেনাপতি ছাড়া কি তা তেমন মানায়!
পিতৃ স্নেহ বড় কথা- যে যাই বলুক,
অসম্পূর্ণ প্রাচুর্য্যের- কি বা আছে সুখ?
জীবন সংগ্রামে যার এত অবদান,
হাসি খেলা যতো থাক, তিনি ছাড়া ম্লান!
পুণ্য আত্মা পুণ্যে মিশে চলে অবিরত,
আশীর্বাদে পূর্ণ করো এ মনের ক্ষত!
তাং- ২৮/১২/২০২০ ইং