এতসব কিছু কার জন্যে
তুলে রাখা...
কার স্বার্থে এত আয়োজন?

সংরক্ষণ কিংবা ধ্বংস
একটা তো কিছু...

রাবণের লঙ্কা জয়
ক্ষণিকের ছিল,
ঘর শত্রু বিভীষণ ছিলো বলে!

তবু,
সোনার পালঙ্ক কে না চায়!
দাপট করেও টিকে
থাকা যায়?

জনশূন্য মাঠ, ধন-
কার ঘরে উঠবে?
নিয়তি সত্যের সাথে ভাবে মত্ত...

তাং- ০৩/০৫/২০২০ ইং