বসন্ত দেখতে গিয়ে
পাতা ঝরা শীতে গা ফেটে চৌচির,
আমিও চাইনি সুখ কেড়ে নিতে কিংবা
দখিনা বাতাস বন্ধ হোক!
তবু ঘটে চলে ঘটমান কাল,
এ চাল যে বুঝে নিশ্চিত বিজিত সেই!
যে বনের অধিপতি জানে
সাজানো বাগান হবে তার হাতে,
তাহলে কি আর লাগে?
তৃণভূক চষে যাবে কোন দুঃখে!
তাং- ১০/০৮/২০২০ ইং