পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমেতে ডোবে,
ষড় ঋতুর পালা বদল এই নিয়মে তবে।
জোয়ার-ভাটা বয়ে চলে হিসেব তারি করে,
রাত-দিনেতে নিয়ম আছে সময় তাতে ধরে।
বর্ষা যেন অঝর ঝড়ে নিয়ম মেপে ঝরে,
কুয়াশা তাই শীতঋতুতে কাঁপন দিয়ে নড়ে।
প্রকৃতিতে সবুজ বনে মন জুড়িয়ে যায়,
সাগর তাও পাহাড়সম ঢেউ তুলিতে চায়।
মাঠ জুড়ে ফসল ফলে নিয়ম তাতে আছে,
নানা রঙের ফুল ফুটেছে বাগানের ঐ গাছে।
সবকিছুতে ধরণী তার আপন মনে চলে,
তাই তো কবি ছন্দে লেখে কবি হবেন বলে।
তাং - ২৮/১১/১৭