সুখের সঙ্গে দুঃখ আসে গুটি পায়ে তার,
যোগ-বিয়োগের খেলা চলে
দেখ নিয়ন্তার!
জোয়ার-ভাটা নিয়ম মেনে চলছে অবিরত,
উদয়-অস্ত তাইতো চলে
দিন ও রাতে যত!
এমন করে এ দুনিয়া গড়ছে কারিগর,
সহ্যটুকু দিও মনে
ভবে চরাচর!

তাং- ০১/১১১/২০২০ ইং