নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
ঘরে-বাইরে, শিক্ষা দীক্ষায়,
আচার-নিষ্ঠা,ব্যবহারে!

নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
এলোমেলো অট্টালিকা,
অস্থির করা ট্রাফিক জ্যামে।

নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
চিকিৎসাতে অবনতি,
খাদ্যে ভেজাল,দূর্নীতিতে।

নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
আইনের হচ্ছে অপপ্রয়োগ,
অসংযমী বিবেক মনে।

নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
বাঁচতে হলে সঠিক পথে,
আসতে হবে,ভাবতে হবে,
তবেই জীবন সার্থক হবে।

তাং - ২৪/১০/১৭