আমার আমিত্ব আমি ফিরে পেতে চাই,
অত্যাচারী প্রাণী এক আমাকে খোঁচাই।
সাজানো প্রকৃতি শোভা সর্বনাশ করে,
পাহাড়, সাগর, নদী- নষ্ট অকাতরে।
হাজার সৃষ্টির মাঝে ক্ষুদ্র জীব ভবে,
অসাধ্য সাধনে ক্ষত করে যায় তবে!
কালো ধোঁয়া ঘোলা হয় দূষণে আকাশ,
কার্বন, ক্লোরিনে ভরা বিশুদ্ধ বাতাস।
বন্যপ্রাণী, পশু-পাখি দেখে একি খেলা!
জনশূন্য সবখানে এ মিলন মেলা।
নিয়ম নিগড় ভেঙে সংকটে পৃথিবী,
প্রতিশোধে মত্ত তাই- সভ্য ক্ষীণজীবী।
আবার গড়েন তিনি নতুন জীবন,
নির্মল মেদিনী তবে আগের মতন।
কলুষিত বাসগৃহে স্বচ্ছ আশা আনে,
এভাবে ধরণী তার সমতা প্রদানে।
লোভী, প্রতারক, ভেক- ধ্বংস হোক তারা,
সত্য ন্যায় পাবে স্থান, মহামারী দ্বারা।
ভারসাম্যে বিশ্বলোক আপন আলয়,
খেলে যায় এই খেলা স্রষ্টার প্রলয়।
তাং- ০৩/০৪/২০২০ ইং