নিত্যদিন দেখে দেখে অভ্যস্ত তোমারে,
হাসিমুখে সম্ভাষণ কর যে সবারে!
শিরোনামে চোখ যায় এ ঘোর কান্তারে,
ভাবি বসে দিনমণি গেলো কোন পারে?
চোখের নজর কাড়ে সমুজ্জ্বল মনে,
চিন্তামণি খোঁজে তারে অকস্মাৎ খনে।
ভবের সাজানো বাগ কি'বা কার তরে!
শূন্যতায় মিলে যায় কোনো এক ঝড়ে!
যে-না খোঁজ করি তারে শূন্য মরু-মায়া,
মহাবিশ্বে লয় হন যার সব কায়া!
নিথর নিস্তব্ধ শাখা পড়ে আছে সার,
হুহু করে কেঁদে উঠে শোকেতে অপার!
হতবাক হই আমি সত্যতা কি তাই?
নির্বাক আঁধারে যেন ঘুরপাক খাই!
তাং- ১৪/০৬/২০২০ ইং