মায়ের ঐ দগ্ধ চোখ আজ নিরুত্তাপ,
বাক্য হারা জননীর পথভ্রষ্ট মন
পাগলিনী বেশে দিগ্বিদিক প্রায়!
কোথা পাবো আমার এ নাড়ি-ছেঁড়া ধন?
এক জনমের সাধ,
তুই আমার সাত রাজার ধন হবি!
তাবৎ দুনিয়া তোকে দেবো;
সোনার পালঙ্ক রাখা আছে
এ হৃদয় রাজ্য জুড়ে!
যদি বলিস তো এ প্রাণটাও...
তবু,
একবার আয়, দেখা দে আমায়...
অভিমান অনুযোগ যা-ই থাক
সব শোধ করে দেবো- এ এক জনমে!
ও প্রকৃতি তুমি নিরুত্তর থেকো না;
আমার সুখ তারাকে ফিরে দাও!
তাং- ৩০/০৬/২০২০ ইং