কারো মাথায় ভূত চেপেছে কারো মাথায় ছবি,
কারো আবার বেজায় বুদ্ধি
কারো স্বভাব কবি!
কেউ করে যায় অভিনয় এক কেউ ভাবে বাস্তবে,
কেউ খেটে যায় দিবারাত্রি
অলস কেউতো ভবে!
এমন কেন হয় রে তবে গতি ধারা তাঁরই,
নিয়ম মেনেই চলছে দেখ
সৌর গতি কারই!
তাং ১৪/১১/২০২০ ইং