ন্যায়ের প্রতীক দেখে কেউ পায় ভয়,
জ্বালা হয় কারো গায়ে সৎ সত্য লয়।
অনিষ্ট ভ্রমের পথ রুদ্ধ জেনে কারা,
অসহ সংযোগ বাঁধে অবশেষে তারা।
এক পা নড়ে না নীতি এদিক-ওদিক,
নিজ কাজ করে যায় অনন্য পথিক।

কেউ মন্দ বলে তারে যায় কিবা আসে,
আপন হৃদয়ে সুর নিত্যতায় ভাসে।
প্রার্থী যারা ভাবে তারা যত জন এল,
অভ্যর্থনা খোশগল্পে কত পার পেল!
কর্তব্য বিচারে মোড়া খাঁটি সোনা ধন,
সংসারে পূজে না কেউ আজ দগ্ধ মন।

এত ভালো হওয়া যেন দুর্বোধ্য ব্যাপার,
কল্পিত কাহিনী ভরা এ ঘোর সংসার।
নির্ভুল প্রতিজ্ঞা ভাবে আমি সত্য দ্রষ্টা,
উপাস্য সহায় হলে থাকে কোথা ভ্রষ্টা?
ভূতল বন্ধনে থাক কিছু নিদর্শন,
কারো কাছে বয়ে যাক সত্যের বচন।

তাং- ২১/১১/১৯ ইং