আজ এই শুভ দিনে জন্মেছিলে তুমি,
চার দিকে আলো করে প্রিয় মাতৃভূমি।
দিনে দিনে বেড়ে উঠে নানা মহিমায়,
বিদ্যাবুদ্ধি জ্ঞানে গুণে পবিত্র আত্মায়।
দরিদ্র দুঃখীর মুখে হাসি রেখে যেতে,
ছুটে গেলে স্ব শরীরে দ্বিধাহীন মেতে।
ভালোবাসা দিয়েছিলে ধর্ম বর্ণ ভুলে,
সকলের মধ্য মণি তুমি তাতে হলে।
শত্রু পক্ষ আক্রমণ করেছে স্বদেশ,
বলিষ্ঠ নেতৃত্ব যার পেয়েছিল বেশ!
বজ্র কণ্ঠে বলেছিলে যার যাহা আছে,
মোকাবেলা কর তাতে ভয় নেই পাছে!
তোমার স্বাধীন দেশ মাথা উঁচু করে,
সগৌরবে গেয়ে যায় কীর্তি তব তরে।
শততম জন্ম দিনে সশ্রদ্ধ সালাম,
শ্রদ্ধাভরে স্মরি শুধু তোমারই নাম।
তাং ১৭/০৩/২০২০ ইং
@মুজিব শতবর্ষ