ধরা ছোঁয়ার বাইরে আছে সূক্ষ্ম যে এক মন!
ছুঁতে গেলে যায় না ছোঁয়া পালায় সারাক্ষণ।
আপন মনে ছুটে চলে নেই কো তার চাকা,
স্থির থাকেনা একটু সময়, অলস মনও ফাঁকা।

কবি মনে ভাবনা আসে - এটাও তার ফসল,
কৃষক কাজে ব্যস্ত থাকে মন বলে না অচল।
কল্পনাতে ভাবনা চলে নেই কো তাতে বিরাম,
ধারণাও তার ইশারায় চলে অবিরাম।

মনের চিন্তা চাষাবাদে অনুভবে ফসল,
চেতনাতে মনের খোরাক চিন্তাতে যার ফল।
ভাবনা আসে ভাবনা চলে নিত্য মনের খেলায়,
জাগরনে খেলায় মাতে মনের সাগর ভেলায়।

অপূর্ণতা মনের খেলা দুঃখ চিরদিন,
নেতিবাচক চিন্তা যেন  অজ্ঞানতার দীন।
ইতিবাচক মনোভাবে চলি তবে ভাই,  
ব্যস্ততাকে সঙ্গে করে চলতে শুধু চাই।


তাং - ০৬/০৭/১৭