কোথায় তোমার
সুখের বদন কেমন মলিন
রূপ?
ভাবনা আমায়
ভাবায় আবার কদর কেমন
চুপ!
অপলক ঐ
মুখমণ্ডল দেখতে যখন
যাই,
জানতে চাইলে
কেনই বা আর দেখতে এখন
চাই!
মনের আয়না
ঐ চেহারায় ফুটছে হরেক
সঙ,
অন্তর দিয়ে
দেখলে তবেই জানবে সঠিক
রঙ!
তাং- ৩১/০১/২০২১ ইং