ঝেড়ে ফেলো ক্ষত চিহ্ন আদি অন্ত সব,
এর মানে কিছু নেই- মিথ্যে এক রব!
আগুনের দিনমণি বেলা শেষে ফিরে,
জল শুধু বেড়ে উঠে উজানের তীরে।
আবার ভাটির টানে বালি চর আঁকে,
লোভাতুর তবু যেন ঘর বাঁধে বাঁকে!

বিবেক দাঁড়ায় এসে- দেখ শূন্য ভুমি,
এত সব কেন করো- রবে না-তো তুমি!
বাধ সাধে বায়ু মন রাজপুত দেখে,
চন্দ্রপুরী এনে দাও উলু বন রেখে!
মোহমায়া খেলা চলে অবিরাম পিছে,
কারিগর গড়ে তাঁর খেলাঘর মিছে।

শুদ্ধ আত্মা থাকে যদি সময়ের হাতে,
গঙ্গাজল বয়ে যাবে অবিচল প্রাতে।
ছেড়ে দাও সব কিছু দরদীর তরে,
দিয়ে যাবে যথাকালে মুষ্টিবদ্ধ ভরে।
স্বর্গসুখ তোমাতেই যদি ভাবা যায়,
সাত তারা নেমে এসে চুমু দেয় হায়!

তাং- ১৬/০৩/২০২১ ইং