কতোদিন পর দেখবো আবার
মায়ের বদনখানা,
যতই দূরে হোক না কৈলাশ
নেই তো কোনো মানা।
ভূতলে আজ সাজসজ্জা আর
ভক্তকুলে সাড়া,
দশভূজা করবে দমন,
মহামারি তাড়া।
দেবী পক্ষের এমন দিনে
মনটা উঠে মেতে,
মর্ত্য বাসী হবে জড়ো
বরণডালা পেতে।
রামচন্দ্রের অকালবোধন
করলো হরণ ঘুম,
জেগে তোলে দেবদেবীদের
রাবণ বধের ধুম।
তাইতো মাকে জাগতে হলো
আমন্ত্রণে যাঁর,
মহাষষ্ঠীর কল্পারম্ভে
আগমনী তাঁর।
ধরা ধামে বোধনে আজ
শ্বশুরালয় ছাড়ি,
চার সন্তান সঙ্গে নিয়ে
এলেন বাপের বাড়ি।
তাং- ১১/১০/২০২১ ইং