সুদূরের পথ ধরে বয়ে যায় নীলবন,
কত কথা হলো আজ নীলাচলে শুভক্ষণ।
যেতে যেতে কামধেনু করে যায় আপ্যায়ন,
ক্ষীরের ক্ষরিত রসে চোখ কাড়ে তার মন।
দেখা হয় তীরভূমি গাঢ়রূপ বনানীর,
ডাক দেয় এস কাছে এই নাও পুষ্প নীর।
ছোট পাখি উড়ে চলে খোঁজে এক মায়া নীড়,
আবাসের খড়কুটো এনে দেয় অশরীর!
আষাঢ়-শ্রাবণে আসে কদমের কত দল,
ভরা জলে গাগরির আড়ম্বর কৌতূহল!
করে যায় সব কাজ গিরিধারী মহাবল,
কেন তবে জনমনে অহেতুক এ দুর্বল?
তাং- ২৮/০৪/২০২১ ইং