তোমাদের ভালোবাসা পেলে
আমি পাড়ি দিতে পারি
গ্রহ থেকে গ্রহান্তরে,
তোমাদের ভালোবাসা পেলে
সুখগুলো জড়ো করি
ধরণীর এ প্রান্তরে!
মেঘনা, যমুনা, পদ্মা আরো
কত নদী বয়ে চলে
এঁকেবেঁকে এক হয়ে,
এশিয়া, আফ্রিকা, ইউরোপ
যত মহাদেশ আছে
বেঁচে থাক ঐক্য লয়ে!
ভালোবাসা, সাম্য, মৈত্রী
দিতে পারে আজি এক
নব চেতনার জন্ম,
তাই- এসো গেয়ে যায়
জীবনের জয়গান
মিলনের মহা ধর্ম।
তাং- ০৬/০৯/১৯ ইং