সবাই স্বভাবতই যানটিকে ভালোবাসে এর
সময় স্বল্পতা আর পরিচ্ছন্নতার তরে।
তোমার ফোবিয়া শুধু খুব বেশি ভীড়ে,
সাফোকেশনের কষ্ট!
তবু বয়ে চলো নিত্যদিন এ পথযানে
ভয়কে অভয় দিয়ে;
ভীষণ ভীড়ের চাপে আতঙ্কিত হতে না হতেই কেউ হেসে বলে উঠে এমন একটা যানে
ভীড় এ তো বেশ মজা!
এ ভীড় একটা অভিজ্ঞতা বটে!
যাক, তুমি স্বস্তি পেলে! এই ফোবিয়াকে আলিঙ্গনে বুকে টেনে নিলে;
শুধু পজিটিভ বাক্য...
কারো পরিস্থিতি অনুকূলে এনে দেয়
আর এ যাত্রা চলতেই থাকে!
তাং- ১৯/০১/২৫ ইং