মহাকাল পাড়ি দিয়ে আসে মেহনতি,
পাশ্চাত্য ও প্রাচ্যে যার এত অগ্রগতি।
বিভেদের বেড়াজালে অভেদ্য বণ্টন,
নিয়ে আসে মিলনের সংহতি খণ্ডন!
ধরিত্রীর জন্ম লগ্ন হতে এই ক্ষণ,
মনুষ্য স্পর্শেও যেন হয় বিমোচন।
গুহা থেকে অট্টালিকা শ্রমে অবিরাম,
আকাশ-পাতালে দেখ নেই তো বিরাম!
অক্লান্ত খাটুনি খেটে মায়াজাল বুনে,
কেন তবে অসমতা মহাজন গুনে?
সাত রাজা সম হোক মূল্য তার মান,
এ এক পৃথিবী সব মানবের দান।
তাং- ০১/০৫/২০২১ ইং
@বিশ্ব শ্রমিক দিবস***