কতো কষ্টে ধরলো পেটে রত্ন ধন ওরে,
বেদনা আজ লাগব হলো মুখ টা দেখে তোরে!
জন্ম থেকে কৈশোর গেল মাকে লক্ষ্য করে,
পরিপূর্ণ সুখ-শান্তি, দীক্ষা পেলে ঘরে।
সুখের ঘরে আনলে আলো অনেক আশা নিয়ে,
প্রদীপ হয়ে জ্বলবে সুখ সারাজীবন দিয়ে।
চাকরি পেয়ে করলে বিয়ে আনলে বউ যারে,
কেউটে তার তুললো ফণা সুখের এ সংসারে।
থাকবে একা- স্বামীকে তার কুমন্ত্রণা দেয়,
সেই সুরেতে কণ্ঠ মিলে মাকে তাড়ায় হেয়!
বউকে পেয়ে ভুললে মাকে- স্বর্গ সুখ আজি,
বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় বউ যে দামী সাজি!
যার কোলেতে জন্ম নিলে ভুলবে কেন তারে?
মায়ের মতো কে আছে আর- এ সংসারে আরে!
মাকে আঘাত করলে তুমি সুখ পাবে না ভবে,
মায়ের দোয়া মাথায় নিয়ে স্নেহ ধন্য হবে।
তাং- ১৩/০৯/১৯ ইং