এলে যদি একা ভবে- একা তুমি নও,
কোনো এক টানে মোরা জড়িয়ে কোথাও!
মায়ার বন্ধনে এসে সংসার সমরে,
অবিরত পিছুটান ছাড়ে না যে ওরে!
তাবৎ দুনিয়া শুধু আবদ্ধ এখানে,
বিধাতার সূক্ষ্ম খেলা নিরন্তর পানে।
প্রিয়তমা ভালোবাসে প্রিয়কে সবার,
সৃষ্টির বিধানে লেখা হৃদয়ে অপার।
নাড়ি ছেঁড়া ধন কতো যতনে মায়ের,
বুঝিবে কে- এ বাঁধন অতি আদরের!
মক্ষিকা মধুর তরে ফুলে ফুলে ছুটে,
ভবের সম্বন্ধ শুধু এভাবেই জুটে।
গভীর সাগরে উঠা তরঙ্গ এমনি,
দূর থেকে পাড়ি দেয় সাঙ্গ কূলে আনি।
সবকিছু চলে তাঁর নিয়মের দিকে,
আবর্তিত প্রাণীকুল সম্পর্ক কে টিকে।
অব্যক্ত স্বরূপে আজ ছুটে চলি তবে,
চুম্বকীয় আকর্ষণ চিরায়ত রবে।
তাং- ২৯/০৭/১৯ ইং