না বলে এক
এলো পরী
বন-বনানীর ধারে,
সত্যি টুকু
যাচাই করে
গেলো তার ঐ পারে!
পোড়া বনের
ক্ষত দেখে
মায়া কান্না কাঁদে,
দুঃখ রাতের
গান ধরে এক
পড়লো তারি ফাঁদে!
মাছের মায়ের
পুত্র শোকে
থাক না কিছু কথা,
কেউতো সুখে
নাচ করে যায়
এমনতর প্রথা!
তাং- ৩০/০৩/২০২১ ইং