একটু সুখের মুখ দেখবো বলেই
এই ক্লান্ত শরীরের দিন গোনা শুরু,
বিবিধ ঔষধি গুণ পার করে
ফুটন্ত জলের ভাপে ভাপে
চিন্তামগ্ন হই দৃশ্যপটে!
স্বাস্থ্যবিধিরও সব সহ্য হয়ে যায়...
এবার সবার আশা অন্য পথে,
জীবনের সার কথা বলে যাবে বিদূষিত আলো।
কিন্তু আবারও
রেড জোন মারণ কামড়!
ভুলে যায় ভিটামিন সি-র ভালোবাসা...
সাগরের জল ঘোলা হতে হতে
এর গতিপথ ভিন্ন দিকে প্রবাহিত...
ওখানেও নির্মলতা ইয়েলো মার্কের আবরণে!
অশ্রুজল থাক আপন নিবাসে,
দেখো- সুখ যেন কিনতে না হয়
বনানীর কাছ থেকে...
তাং- ১০/০৬/২০২০ ইং