গতানুগতিক নিয়মের বশবর্তী
হয়ে জন্মদিন পালন করিনি!
কেক কাটা, সামাজিক যোগাযোগ,
জাকজমকে ডিনার এ সবই
কেবল গড্ডালিকাপ্রবাহ...
তুমি কি ভুলতে পার, সেইসব
স্মৃতিগুলো- অর্ধাহারে অনাহারে
থাকা মানুষগুলোর কথা, যারা
দু'মুঠো অন্নের তরে কতো কষ্টে
দিনের আহার্য দিনে জোগাড় করতে
হিমশিম খায়!
কতো বৈষম্যের স্বীকার সমাজ!
জীবন বিলাসী রাজপুত্র এক রাতে
আভিজাত্য বাসনার নামে কোটি টাকা ব্যয়
যেন এক ঠুনকো ব্যাপার...
সামর্থ্য আছে বলেই- উলু বনে
মুক্তো ছড়ানো অযথা আধিক্যই বটে!
ভালো হয়- সাম্যবাদী হলে
এপার-ওপার মানবিক ধর্ম বিনষ্ট হয় না...
তাং- ১৩/০৫/১৯ ইং
@স্বীয় জন্মদিনে***