স্বপ্ন বুকে এঁকে যায় জীবন-জীবিকা,
এক হাতে প্রাণ আর অন্য হাতে শিখা।
সাহসের বরপুত্র অন্বেষণে রত,
অহেতুক আছে যার অতৃপ্তিতে ক্ষত!
গোলা ভরা খাদ্য শস্য রেখে দেয় ওরা,
ভয়ে মরে এলো বুঝি দুর্ভিক্ষের খরা!
স্বর্ণ-রৌপ্য ধনে জনে সিদ্ধিযুক্ত করে,
তৃপ্ত তবু নাহি হয় মনোবাঞ্ছা পূরে!
কেউ কাঁদে অনাহারে ভব পারা পারে,
কেউ গড়ে ভবসিন্ধু আজীবন তারে।
এক সুখ জমা রেখে অন্য সুখ কেনে,
ভয় শুধু শূন্য হয় রত্নভান্ডার বেনে।
আরে বোকা! ধন, ক্ষুধা- নয়তো ব্যাপার,
বাঁচা-মরা অন্যথায়- সাধ্য কী বোঝার?
তাঁর হাতে রাখা আছে অমূল্য রতন,
এখানে যা রাখো তুমি দৃশ্যমান ধন!
সবারে রাখেন তিনি এক সূর্য পীঠে,
লোভ,ক্ষুধা ধন রত্ন থেকে যাবে ভিটে!
তাং- ০৭/০৬/২০২০ ইং