একদা বৈকুণ্ঠে বসে- লক্ষ্মী নারায়ণ,
নারদের উপস্থিতি- বৃত্তান্ত বাচন।
মর্ত্যলোকে দুঃখ কষ্টে আছে নরগণ,
প্রার্থনায় আসে এক- ব্রত প্রচলন!
ঘরে ঘরে প্রথা এক চিরন্তন সাজ,
মা লক্ষ্মী পূজিত হবে ধরাধামে আজ!
আশ্বিন পূর্ণিমা তিথি প্রিয় ভক্ত জনে,
দেবী আসে ভরে দিতে ধনধান্যে পণে!
অর্থকষ্ট দূরে যায় পূজে যারা মাকে,
সম্পদ, ঐশ্বর্য যেন বিরাজিত থাকে।
দেবীর প্রতীক হলো- অন্ন,ধান, চাল,
যে রাখে সযত্নে শস্য তুষ্ট তার হাল!
অপচয় হলে তাতে অকল্যাণ আনে,
জেনে রাখো পতনের সমুদয় পানে।
এসো সবে ধ্যান করি সৌভাগ্যের দেবী,
মহা সুখ বয়ে যায় ঐ চরণ সেবী।
তাং- ৩০/১০/২০২০ ইং