কর্ণধারের কেমন বিচার- যায় না দুঃখের বেলা,
বিশ্ব আজি থমকে আছে
কোথা পাবে ভেলা?
ব্যস্ত নগর স্থবির এখন- অন্ধ অলি-গলি,
রাত ও দিনের তফাৎ কোথা
বন্ধ ঘরে চলি!
এক পৃথিবীর একটি প্রাণী- ধরাছোঁয়া নিষেধ,
এমন করে আর কতদিন
রাখবে তবে বিভেদ?
দিনের পরে দিন চলেছে- লক্ষ্যভেদী খেলা,
ত্রিভুবন যার জয়ী ছিলো
তারাই হেলাফেলা!
তাং- ২৭/০৪/২০২০ ইং