মেঠোপথে হেঁটে চলে নবাগত এক
দুলে যায় আঁচলের হলদেটে পাড়,
রমণীর ভুলো মন প্রকৃতির পানে
অবাক নয়নে দেখে অপলকে তার।
বন্ধুত্ব্বের সুখ সুধা পান করে আজ
রেখে দেয় একগুচ্ছ ভালোবাসা মনে,
রাজপুত স্বপ্ন আঁকে আকাশের তারা
কল্পনায় বয়ে আনে মুঠো হাত পণে।
গোলাপের পাপড়ির লাল শোভা কতো,
ডেকে নেয় সোহাগের ভালোবাসা যতো।
তাং- ০৭/০২/২০২১ ইং