কতো খাটুনির পর বিনিময় মিলে না শ্রমের,
শরীরের রক্ত ঝরা ঘাম আজ নির্বাক বেদনা!
কতো রাত অনাহারে অর্ধাহারে-
পাওনা মজুরি ক্ষুধা নিবারণে ব্যর্থ!
তোমাদের ব্যবধানে নিরানন্দ মনে স্বপ্ন ভাঙ্গে,
একই প্রাণীর ভিন্ন যাত্রাপথ তোমরা দেখালে!
তোমরাই পার এই ভালোবাসার প্রাসাদ
নির্মাণে সংযমী হতে!
আমরা সবাই কর্মী এই বিশ্ব ধামে!
সমান মর্যাদা রাখা সবারই কাম্য।
তোমাদের সময়ের মূল্য আজ প্রতি এককের
ঘরে নির্ধারণ করা হয়।
গণনা যন্ত্রের সূক্ষ্মতম এককেও যেন
বেঠিক না রয়!
উৎপাদনের লোকসানে এক বিন্দু ছাড় নেই,
লভ্যাংশ শুধুই এই শ্রমিকের উৎপাদনে ধার্য্য।
ফসল ফলাবে যে কৃষক তার পারিশ্রমিক নির্ণয়ে
কোন দ্বিধা ব্যবচ্ছেদ নয়!
যার হাতে ফসলের মাপকাঠি- আয় বিনির্মাণ
সেই কর্মী অপুষ্টিতে থাকা ব্যর্থ ভোগান্তির চেষ্টা।
মেশিনে প্রয়োজনীয় তেল গ্যাস মজুত রাখলে
তবেই-না মেশিন পরিপূর্ণ উৎপাদনে সহায়ক হবে!
পরিপূর্ণ পরিচর্যা এনে দেয় সুন্দর পৃথিবী
এক অনাবিল স্বপ্ন গড়ার হাতিয়ার!
তাং- ০১/০৫/১৯