কেউ জানে না উঠবে কখন
পূর্ণিমা চাঁদ আলোক জ্বেলে,
ঘোর তিমিরে ডুবছে গ্রহ
অমাবস্যা নিত্য খেলে!
চন্দ্র-সূর্য গ্রাস হলেও
অন্য গ্রহ জ্ঞাত জ্ঞানে,
পৃথ্বীরাজের আর্তনাদে
ভিন গ্রহে কি দুঃখ হানে!
শত্রু বধের তত্ত্ব দানে
প্রত্যুষে ঐ পূর্বাকাশে,
ক্রান্তি কালে রুগ্ন মনে
মুক্ত বাতাস বয়ে আসে।
তাং- ২৯/০৪/২০২০ ইং