সভ্যতার ছোঁয়া পেয়ে
তৃণ মূল- প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে;
লঙ্ঘন করেছে ফেলে আসা খেলাঘর,
পাঠ্য সাথী আরও কতো কি!
মনেও রাখেনি চিরচেনা সবুজের
শস্যক্ষেত, খোলা আকাশের
বিশালতা- যে শূন্যতা দেখে মন ভরে;
তাদের সংস্পর্শ যেন আজ
মনেই পড়ে না।
অনুরোধের আসরে কত করে বলা
হলো- কে-বা শোনে কার কথা!
আশাহত শুভাকাঙ্ক্ষী আর শরতের
সুগন্ধ শিউলি ঝরে পরে আজ ক্লান্ত!
মহামারী পাড়ি দিয়ে আবার শরৎ
এলো,সেই পরম্পরা তার সভ্যতার
মর্যাদা রাখতে;
কথা রাখলেন- চিরায়ত পরিবর্তনের
অঙ্গীকার।
চিরচেনা সবুজের
মাঠঘাট,কাকাতুয়া প্রাণ ভরে হেসে
খেলে আর সমস্বরে গেয়ে যায়- বেঁচে
থাকার মরমি গান!
তাং- ২০/ ১১/২০২২ ইং