করবে না গান আজ আর সমস্বরে,
বসবে না মেলা কারো মাঠে ও প্রান্তরে।
ঘুরবে না ছেলে-মেয়ে এ পাড়া-ও পাড়া,
খাবে না ইলিশ পান্তা হয়ে আত্মহারা!
পরবে না কেউ তার নতুন পোশাক,
তুলবে না ছবি এক সেজে ঠিকঠাক!
কঠিন বিপদে শুধু সারাবিশ্ব আজ,
নিরব-নিস্তব্ধ মন হাহাকার সাজ!
দূর থেকে দূরে থাকা নেই বাঁধা কারো,
ঘরে বসে নিরাপদ- এ প্রথা আবারো।
নেই কোনো আয়োজন, উৎসবের তাড়া,
তবুও পহেলা বৈশাখ মন থেকে নাড়া!
তাং- ১৩/০৪/২০২১ ইং