কেমন করে
গাও হে সখী সুর তুলে ঐ গান,
সহজ-সরল
কথাগুলো দোলায় আমার প্রাণ!
এমন কেন?
হয়-গো পাগল এ উদাসী মন!
কোন সে জাদু?
কণ্ঠ স্বরে- হই যে আনমন!
চাতক যেমন
চাতকী কে খুঁজে মগ্ন প্রায়,
ঐ বাতাসে
ধ্বনি সুধা- তন্ময়ে আমায়!
হাজার তারার
মাঝে যে রূপ নক্ষত্র জ্বলজ্বল,
সবার নজর
কেড়ে নিতে আকাশে উজ্জ্বল।
যতই শুনি
এ গান তোমার আত্ম ভোলা হই,
লোলুপ মনের
তৃষ্ণা মিটাও কণ্ঠ ধারা বই।
শ্রবণে আজ
আকুলতা বাড়ে এ অন্তরে,
এমন করে
গাও গো তুমি জন্মে জন্মান্তরে।
তাং- ২০/০৪/২০২০ ইং