আজ আমার আনন্দ; আড়ম্বর কোলাহল শুধু
চারিদিকে ঘিরে আছে! বৈশাখী বাতাসে প্রকৃতির
ঝড় বাদলের লীলাখেলা লন্ড-ভন্ড করে দিল
সব; তবু আমার সুখের ঘরে একবিন্দু কষ্ট
নেই, নেই কোনো বেদনার ছায়া! যেহেতু আমার
ঘরে আজ মা-লক্ষ্মী আসার পালা। অনেক দিনের
ক্লান্তি দূরে যাবে: দূরে যাবে আমার এতকালের
অবসাদ আর অন্তঃকরণের শূন্য হাহাকার!
এই কোলাহল আমার এতদিনের পরিতৃপ্ত
কামনা-বাসনা; পরম সুখের এক শুভক্ষণ।
আহা! কতদিন অপেক্ষার পর তুমি,তুমি এলে
আমার এ ঘর আলো করে, আবার হাসবে মম
এ ধরণি, আবারও আকাঙ্ক্ষার ধনে ভরে যাবে
এ মোর আঙিনা জুড়ে। এ যে আজন্ম লালিত স্বপ্ন!
তাং- ২৪/০৪/২০২১ ইং