তোমাকে দেখেছি ভীড়ে
সম্বোধন! না করিনি;
অপেক্ষায়- যদি তুমি ফিরে দেখ,
না, হলো না আর সম্ভাষণ
সীমানার ভীড়ে তুমি মিশে গেলে শেষে
অব্যক্ত অবাক চোখে খুঁজে ফিরি
এ কেমন বদান্যতা?
তোমার পায়ের শব্দ শুনি
জমায়েত কোলাহলে,
চেনা গন্ধ ভাসে চারিদিকে
তবুও স্পর্শ করিনি তোমায়,
অস্তিত্বের ছায়া রেখে গেলে যেন
মনের গলিতে।
কিছু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেল,
তোমার চোখের ভাষা ছিল কি
আমারই জন্য কোনো বার্তা?
নাকি তা হারিয়ে গেছে
সময়ের অন্তহীন ভেলায়?
আমি ঐখানে দাঁড়িয়ে রই,
জীবনের এক কোণে
তোমার স্পর্শহীন উপস্থিতি নিয়ে।
পরিচিত-তবু দূরবর্তী,
এই কেমন মায়ার খেলা?
তাং- ২৩/১/২৫ ইং