তোমাকে স্বপ্ন ভঙ্গের দায় নিতে হবে
জানো- আমি সব পারি!
আমার সামর্থ্যের অধিক,
একটু ঘাটতিও আমার সহ্য হয় না।
ভালোবাসার আঘাত বলে কথা,
জোনাক জ্বলা রাত কে না চায়!
বিনিদ্র রজনী পার হলো ভয়ে
অপরাধী পরিশ্রান্ত,
উদ্রেকে ঈশান কোণ!
ভোরের আলোয় শঙ্কা দূর।
ভীতি প্রদর্শনকারীও পরিশুদ্ধ
ভুলে যায় কি হয়েছিল!
দোষীকে ডেকে আনে বিনয়ে,
আমিও মানুষ,
ভুলে- ভ্রান্তি পথে মন চলে যায়!
ক্ষমা করে দাও!
তাং- ০১/১১/১৯ ইং