ফাগুন এসেছে আজ নবরূপে সেজে,
কোকিলের কুহু ধ্বনি উঠে তাই বেজে।
নবীনের দল ছুটে এদিক-ওদিক,
আনন্দে বিভোর মন মাতে চারদিক।
ফুলগুলো দোলা দেয় দখিনা বাতাসে,
ভ্রমরের সুখ শুধু থাকে পুষ্প রসে।
পলাশ,শিমুল, জুঁই, বকুল, টগর,
কি শোভা ছড়ায় দেখ! পাড়াগাঁ, নগর।
কতোদিন পরে এল বসন্ত কানন,
অন্ধকার পার করে সুখ আলোড়ন।
নিঃশব্দের লোকালয় সরব আবার,
শোকাতুর শোক ভুলে উদ্দীপ্ত এবার।
তাং- ২০/০৩/২০২১ ইং