মহাকালের যাত্রী মোরা;
দিনে দিনে হচ্ছি খোঁড়া।
গরল ভরা চিরহরিৎ;
মুক্ত বায়ু বহে কিঞ্চিৎ!
ভেজালে বেশ ভোজ্যদ্রব্য;
মৃত্যু কূপে ভবিতব্য!
বন্দী ঘরে যুক্ত আত্মা;
আবদ্ধ রয় ক্ষুব্ধ সত্তা!
কোথা গেলে মুক্তি মিলে;
বিলাপে আজ যুক্তি দিলে!
অন্তরীক্ষ বিশুদ্ধ নয়;
শূন্য আজি ফাঁকা কি রয়?
তাং- ২১/১০/১৯ ইং