যে পথে এসেছ তুমি যাবে ঐ পথে,
রাজা প্রজা এক করে চল নিজ রথে।
বসন্তকে ধরে তুমি এসেছিলে রণে,
আরেক বসন্ত এল ধ্বংস অন্বেষণে!
শাসন-শোষণে যার যত আয়ুষ্কাল,
এক ঘরে বাঁধা আছে রজনী-সকাল!
জাগতিক মোহমায়া বহুদূরে আজ,
মধু কাল ভুলে যায় সঞ্চারণ সাজ।
অপেক্ষায় থাকে তবু রাত্রি জাগরণ,
নিশাচর ভোর খোঁজে সেও অভাজন!
কালের প্রবাহ এক বয়ে চলে যার,
সুসময় আসে ফিরে অমলিন তার!
তাং- ২৫/০৪/২০২১ ইং