অসময়ে হয় না যে জন সুখ ও দুঃখের সাথী,
তাকে কী আর বলা চলে
মনুষ্য প্রজাতি!
থাক না যতই প্রতিপত্তি বৈভবে অপার,
উপকারে আসলে না যে
মূল্য কোথা তার!
বিপর্যয়ের কালে যারা গুটিয়ে নেয় হাত,
কালের দীক্ষা দেয় না রেহাই
আপনাকেও সাথ!
আমরা মানুষ এলাম ভবে সেরা প্রাণী হয়ে,
কাজ তো কিছু থাকে সবার
পার্থিব কে লয়ে।
ধন শালী, দারিদ্র জন কতো এ সমাজে,
লক্ষ যেন থাকে মোদের
সম্মিলিত কাজে।
সবাই যদি সবার তরে থাকে মিলে-মিশে,
ধন্য হবে মানব জীবন
জানবে অবশেষে।
০৭/০৬/২০২০ ইং