মনের কথা হয়নি বলা পুষে রাখি মনে,
অন্য জনে বলে গেল
সেই কথাটি খনে!
আমার মনের কথা যখন অন্যে বলে যায়,
অবাক চোখে তাকাই আমি
টেলিপ্যাথি তাই!
কাকতালীয় হলেও তবু ঘটে চলে কতো,
চেতনার এক কঠিন খেলা
থাকে অবিরত।
ভাবনা-চিন্তা হতেও পারে- এক যমুনার জল,
না হয় কেন এমন হবে
পরস্পরের ফল!
তাং- ০৮/০৭/২০২০ ইং