পাহাড়ের ঝর্ণা এসে নদীতে মিলায়,
ঐ দেখ, কি এক দৃশ্য! অপূর্ব ধরায়!
আকাশের চাঁদ যেন রূপালি আলোয়,
ধরা দেয় স্নিগ্ধতায় ধরণি কালোয়!
ফুলেরও শোভা দেখ কাননে কাননে,
কতজন ধরে রাখে স্বীয় আয়োজনে!
মালা হয়ে গলে কারো মহামান্য বর,
আসরের মহাজ্যোতি আলোকিত ঘর।
কেউ আসে এ জগতে মঙ্গলে সবার,
অকাতরে দিয়ে যায় পরার্থে আবার!
জন্মেছিল এ বাংলায় এমন জনক,
জনগণে "ভালোবাসা" ছিল শুধু শখ!
মহাবীর এসেছিল আমাদের মাঝে,
সোনার বাংলাকে দিল অপরূপ সাজে!
প্রাণপণ চেষ্টা তাঁর এদেশের তরে,
মাছে-ভাতে জন্মভূমি সুখে রবে পরে।
এমন আত্মার আজ শুভ জন্ম দিন,
ফিরে এসো বারবার হও ভূমে লীন।
তাং- ১৭/০৩/২০২১ ইং