যদি দাও আলো
আরো দাও আলো তবে,
যদি দাও কথা
রেখে যাও কথা ভবে।

যদি ভালবাস
যাও তবে ভালোবেসে,
যদি কাছে থাক
তবে যাও কাছে মেশে।

যদি ছলনায়
মেখে নাও এ মনটা,
যদি গান ধর
বুক ভরে এ সু রটা!

যদি ভুল হয়-
স্বেচ্ছায় ভুল করা,
যদি পেতে চাও
চাঁদ আর তারা ভরা!

হবেনা তবুও
পাওয়া এই জনমে,
যদি ভুল থাকে
কিছু তব এ কর্মে।

তাং- ১৪/১১/২০২২ ইং