আবার ঝটিকা এলো
আরো বেগে তেড়ে,
কে তারে মানায় বলো
নেয় প্রাণ কেড়ে!

মানো কিনা, না মানো তা-
কার কিবা আসে?
নিয়মের কতো জল
গড়ে অনায়াসে!

যার যায় সে তো বুঝে
একি খেলা চলে,
অদেখা মালিনী তাই
ভাবে কৌতূহলে!

তাং- ০১/০৪/২০২১ ইং