আপন আলয় যার বৃথা অবান্তর,
আশঙ্কা অপরে তার শুধু ভাবান্তর!
বাগান শোভিত ফুলে মগ্ন নেই মন,
কাঁটাতার পাড়ি দিতে চিন্তা অনুক্ষণ!
অন্যের সুখের ঘরে হানা দেয় যারা,
অশান্তির বেড়া-জালে ডুবে থাকে তারা।
কুক্ষিগত করা কারো সাজে না এখন,
অভিলাষী বুঝে নেয় হোক এ যে পণ!
সদাচারী বলে যায় শুদ্ধ পথে চলো,
দুরাচারী ভাবে বসে একি ঠিক হলো?
গভীরতা, শিল্পকর্ম মহা সাধনায়,
ক'জন পালন করে মিত্র কামনায়।
ভাবনার অন্তরালে রাখো নিরন্তর,
স্বাধীন সত্তার বশে থাকো অতঃপর!
তাং- ০৭/০৫/২০২১ ইং