আমারও লিখতে ইচ্ছে করে,
কি করে যে কিছু লিখি!
নেই কোনো লেখনি, কাগজ,
নেই কোনো শব্দভাণ্ডার এ হৃদয়ে।
শুধু আছে আবেগাপ্লুত হৃদয়,
তৃষ্ণাতুর মন ও সহজাত প্রবৃত্তি
আছে অন্তরের হাহাকার অতৃপ্তিও!
আমারও লিখতে ইচ্ছে করে।
আনমনে বসে ভাবি কি করে যে কিছু লিখি;
আছানক এসে বলে, কে যেন যে চুপিসারে,
নাও - শব্দ, লেখনি, কাগজ!
লিখে যাও উজার করে, শব্দের পরে শব্দ!
জানি, তোমারও লিখতে ইচ্ছে করে।
তাং - ১৩/৬/১৭